আখাউড়ায় ২০ বছর পর আগের ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াড়ায় আবু জাফর (৪৮) নামে ডাকাতি মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ২০ বছর পর আগের ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী। আটক আবু জাফর উপজেলার মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত আবুল হাশেম মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপণ সূত্রে খবর পেয়ে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। ২০ বছর আগে অপরাধ সগঠনের পর সে বিদেশে চলে যায়। কিছুদিন পূর্বে সে দেশে আসে। আবু জাহেরের বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরিসহ চারটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন তরফদার সাজাপ্রাপ্ত আসামী আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
« কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই! (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) অফিসার পদে লোক নেবে স্যোশাল ইসলামী ব্যাংক »