আখাউড়ায় ট্রেনের টিকিট কালোবাজারির শীর্ষ ২ সদস্যকে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিনব কায়দায় ট্রেনের টিকিট বেশি দামে বিক্রি করার সময় আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে দুইজনকে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০ টার সময় তাদেরকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের মোট ৯ টি অবৈধ টিকেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, আখাউড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের তারাগন গ্রামের কালাম মিয়ার ছেলে লেলিম মিয়া (৪৫) এবং চরনারায়ণপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে হিরন (৩৫)।
এই বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার এস আই রুকন সাংবাদিক কে বলেন, ট্রেনের টিকেট বেশি দামে বিক্রি করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। তারা আখাউড়ায় টিকেট কালোবাজারির সাথে জড়িত রয়েছে। আটককৃতদের ১৯৭৪ সালের বিশেষ হ্মমতা আইনের ২৫ এর ১ ধারায় মামলা দিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে।
« সদর উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগকে প্রার্থীকে নির্বাচিত করতে হবে:: আল মামুন সরকার (পূর্বের সংবাদ)