আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ মেট্রিক টন চাল আমদানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে ৫০ মেট্রিক টন চাল। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতীয় দুটি ট্রাকে করে এসব চাল বন্দর এলাকায় পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিটন চালের মূল্য ধরা হয়েছে ৫০০ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রতি কেজিতে পড়ছে ৬০ টাকারও বেশি। এর সঙ্গে শুল্ক ও অন্যান্য চার্জ যুক্ত হলে দাম আরো বাড়বে।
রবিবারের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে চালগুলো খালাস করা হবে বলে আশা করা যাচ্ছে।
চাল আমদানির সিঅ্যান্ড এফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন। তিনি জানান, চট্টগ্রামের মক্কা এন্টারপ্রাইজ এ চাল আমদানি করেছে।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুটি ট্রাকে আসা চাল এখন বন্দর এলাকায় রয়েছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে চাল খালাস করা হবে।’
প্রসঙ্গত, দেশের বাজারে চালের সরবরাহ বাড়াতে বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান সম্প্রতি ভারত থেকে চাল আমদানি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আখাউড়া বন্দর দিয়ে এ চালের চালানটি এসেছে।































