Main Menu

আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো ১০ টন আদা

+100%-

আখাউড়া স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর ভারত থেকে প্রায় ১০ টন আদা আমদানি করা হয়েছে।সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আদা নিয়ে একটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়।

এর মধ্য দিয়ে আবারও গতি ফিরছে বন্দরের আমদানি বাণিজ্যে। প্রতি টন আদার আমদানি মূল্য ৪৫০ মার্কিন ডলার। আদাগুলো কাস্টমস ক্লিয়ারিংয়ের জন্য কাজ করবে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স হাসান এন্টারপ্রাইজ।

আখাউড়া স্থলবন্দর ট্রাফিক মো. রোকনুজ্জামান জানান, হাসান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বন্দর দিয়ে আদা আমদানি করেছে। মোট ১০ টন আদা আমদানির জন্য এলসি খুলেছে প্রতিষ্ঠানটি।

আমদানি পণ্য থেকে যথারীতি কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন মাশুল আদায় করবে বলে জানান তিনি।






Shares