আখাউড়ায় ৩০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. রবিউল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে আখাউড়া পৌরসভার রাধানগর হাজীমহল্লা এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রবিউল পৌর এলাকার দেবগ্রাম উত্তরপাড়ার মৃত শুক্কুর মিয়ার ছেলে।
পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আখাউড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল কাদের-এর নেতৃত্বে অভিযান চালিয়ে রবিউলের কাছ থেকে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।































