আখাউড়ায় রেলওয়ের মালপত্রসহ আটক ১
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের মালপত্রসহ মো. ইয়াছিন মিয়া (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফরম থেকে তাকে আটক করা হয়।
আটক ইয়াছিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার তাকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বুধবার দুপরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিশেষ অভিযান চালিয়ে ৫১টি সিগন্যাল জাম্পার, দুটি সিগন্যাল বক্স কভার, দুটি সিগন্যাল কানেক্টিং ক্যাবল, তিনটি ক্যাবল খণ্ড, ২০ ফুট লম্বা তিনটি ক্যাবলসহ মো. ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা মালপত্রের দাম আনুমানিক ৩০ হাজার টাকা।
« বিজয়নগরে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিজয়নগরে কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ »































