আখাউড়ায় বালি দিয়ে কৃষি জমি ভরাট, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আখাউড়ায় বালি দিয়ে কৃষি জমি ভরাট করে শ্রেণি পরিবর্তনের দায়ে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩১ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজিরবাজার এলাকায় আখাউড়া-আগরতলা সড়কের পাশে কৃষি জমি বালি দিয়ে ভরাট করে শ্রেণি পরিবর্তনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মো. সাহাব উদ্দিন ও মো. সুমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রশাসনের অনুমতি ছাড়া কৃষি জমিতে বালি ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা বলেন, কৃষি জমি ভরাট করে শ্রেণি পরিবর্তনের দায়ে দুজনকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষিজমি রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।































