Main Menu

অপারেশন ডেভিল হান্ট: আখাউড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

+100%-


আখাউড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে আখাউড়া পৌর যুবলীগের সদস্য মো. তোফাজ্জল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন। এর আগে, মঙ্গলবার রাতে পৌরসভার নারায়াণপুর এলাকার নিজ বাসা থেকে ওই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন পৌরসভার ৬নং ওয়ার্ডের নারায়ণপুর এলাকার মৃত মো. সাফি মিয়ার ছেলে।
বিজ্ঞাপন

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। ওই যুবলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।