আখাউড়ায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি, পৌর শহরে চুরি আতঙ্ক

আখাউড়া পৌর শহরে এক সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুলাই) গভীর রাতে পৌর শহরের সড়কবাজার এলাকায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাগরিক টেলিভিশন ও দৈনিক খবরের কাগজ পত্রিকার আখাউড়া প্রতিনিধি জুটন বনিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী সাংবাদিকের পরিবার জানায়, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরচক্র বাড়ির পেছনের অংশে রান্নাঘরের জানালার লোহার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরে ভিতর থেকে দরজা আটকে দেয়। চোরেরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
সাংবাদিক জুটন বনিক জানান, চুরি হওয়া ইউনিটে সেসময় কেউ অবস্থান করছিল না। ঘটনার পর পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন ভুক্তভোগী সাংবাদিককে লিখিত অভিযোগ দিতে বলেন।
এদিকে সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে পৌর শহরের অন্যান্য এলাকাতেও চুরি বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।































