আখাউড়ায় বনের বানর লোকালয়ে

বনের একটি বানর লোকালয়ে ঢুকে গ্রামজুড়ে কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি করেছে। আশপাশের গাছের ফলমূল থেকে শুরু করে ঘরের খাবার পর্যন্ত খেয়ে ফেলছে প্রাণীটি। হঠাৎ লোকালয়ে বানরের এমন উপস্থিতি দেখে অনেকে বিস্মিত হচ্ছেন।
স্থানীয়দের ধারণা, খাদ্যের অভাবেই বানরটি ভারতের ত্রিপুরার জঙ্গল থেকে সীমান্ত পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রবেশ করেছে। কয়েকদিন ধরে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে বানরটির বিচরণ দেখা যাচ্ছে। কখনো গাছের ডালে, কখনো ঘরের চালের ওপর বসে নির্ভয়ে ফলমূল খাচ্ছে এটি।
দরুইন গ্রামের ইংল্যান্ড প্রবাসী মো. হাবিবুর রহমান জানান, “গত কয়েকদিন ধরে আমাদের বাড়ির উঠান ও ছাদে বানরটিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। মানুষ দেখলেই এটি দ্রুত গাছে উঠে যায়।”
একই গ্রামের গৃহবধূ সালমা বেগম বলেন, “একদিন বানর এসে আমার ঘরে ঢুকে ভাতের ডেক নিয়ে যাচ্ছিল। আমি দেখে তাড়া করলে পালায়। আবার দুপুরে আমার ছেলে ঘুমিয়ে পড়লে তাকে আক্রমণ করেছিল। তখন ধাওয়া দিলে গাছের দিকে পালিয়ে যায়।”
গ্রামের শিশু-কিশোররা কৌতূহলবশত বানরটিকে ধরার চেষ্টা করলেও মুহূর্তেই এটি গাছে উঠে পালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর মতে, একদিকে বানরের উপস্থিতি শিশুদের বিনোদনের বিষয় হয়ে দাঁড়ালেও খাদ্যের সংকটে লোকালয়ে তার আগমন ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।
এ বিষয়ে স্থানীয়রা বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে বানরটির কারণে ফসল ও খাবারের ক্ষতি হওয়ার পাশাপাশি মানুষের ক্ষতির আশঙ্কাও রয়েছে।































