বিজয়নগরে জঙ্গলে মিললো শিশুর লাশ
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জঙ্গল থেকে রিয়াদ নামে ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের গোপালপুর এলাকার জঙ্গল থেকে শিশু রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশ।
শিশু রিয়াদ উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, চম্পকনগর জামালপুর মসজিদের উত্তর পাশের একটি জঙ্গলে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। শিশুটির নাকে রক্ত বের হচ্ছিলো এবং মুখে ও গলায় দাগ ছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছেলেটিকে হত্যা করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।
(পরের সংবাদ) নাসিরনগরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত »