বিজয়নগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক সহ আহত ১৫
[Web-Dorado_Zoom]
বিজয়নগর সংবাদদাতা :: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন স্কুল এন্ড মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের হামলায় ছাত্র শিক্ষক সহ প্রায় ১৫ জন আহত হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গ্রীষ্মকালীন স্কুল পর্যায়ের খেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, আজ সোমবার দুপুরে বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় ও বেগম মরিয়ম মেমোরিয়াল স্কুলের মধ্যে খেলা চলাকালীন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোকজন মাঠে ঢুকে পড়লে দুপক্ষের হামলায় ১৫ জন আহত হয়েছে। আহত নোশাদ মিয়া,রাশেদ মিয়া,জাহিদ হোসেন খোকা সহ সকলকে বিজয়নগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে ১৭ থেকে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত এ খেলা চলমান থাকার কথা রয়েছে।
এ বিষয়ে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাজাহান খান সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন, আমাদের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কিছু বহিরাগত দুষ্কৃতিকারীরা এ ঝামেলা সৃষ্টি করেছে। আমি খবর পেয়ে মাঠে গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনি।
রেফারি মোখলেছুর রহমান সুহেল জানান, খেলা চলাকালীন সময়ে বহিরাগত কিছু লোক আকস্মিকভাবে আক্রমন চালালে শিক্ষক কয়েকজন আহত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জানান,আজকে সেমিফাইনাল খেলা উপজেলার দুই ভেন্যুতে হয়েছে।আমি মেরাশানি পলিটেকনিক স্কুলের মাঠে ছিলাম। ঘটনাস্থলে এসে উভয় পক্ষের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন,বিষয়টা দু:খজনক। মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আমি বিষয়টি শুনেছি এবং বিষয়টি মীমাংসা হয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান , আমার কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
« পার্লারে অস্ত্র ও জাল টাকা রাখা সেই তরুণী আটক, বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার ৪ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ত্রিপুরায় ৭ বাংলাদেশি গ্রেফতার »































