Main Menu

শ্রীকৃষ্ণ দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই আবির্ভূত হয়েছেন-এড. তানবীর ভূঞা

+100%-

ডেস্ক ২৪:: বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ ঘন পরিবেশের মধ্যদিয়ে গত শনিবার জেলার বিজয়নগর উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথী উপলক্ষে বিজয়নগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে জন্মাষ্টমী পালিত হয়েছে। গত শনিবার সকাল ১০টায় জন্মাষ্টমী মিছিল নামীয় শোভাযাত্রা বের হয় উপজেলার চান্দুরা গোপীনাথ জিউর মন্দির থেকে। এ সময় শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষসহ সব বয়সী সাধারণ মানুষ অংশগ্রহন করে। শোভাযাত্রাটি প্রায় দীর্ঘ ৩ কিলোমিটার হেঁটে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রমে এসে এর সমাপ্তি ঘটে। জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট তানবীর ভূঞা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপনের পরিচালনায় ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক রায় চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তিতাস বাণী পত্রিকার সম্পাদক মৃণাল চৌধুরী লিটন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হারাধন শঙ্খনিধি, শিক্ষক স্বদেশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায় পোদ্দার, সাংবাদিক অপূর্ব দেব, চান্দুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোশাররফ হোসেন, বাদল সাহাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। শোভাযাত্রা শেষে জীব জগতের কল্যান কামনা করেন ভক্তরা।
শোভাযাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথি ভগবান শ্রী কৃষ্ণের আর্বিভাব নিয়ে স্মৃতিচারণ করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বিভিন্ন জাতি-ধর্ম-বর্ণের সহাবস্থান রয়েছে এখানে। আজকে এখানে এসে আমি আনন্দিত হয়েছি। আমরা সকল ধর্মের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দৃঢ় অবস্থানে রয়েছি। তিনি আরো বলেন, ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমমর্যাদা ও সমঅধিকার নিয়ে বসবাস করবে এবং যথাযথ মর্যাদায় নিজ নিজ ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতাকে আওয়ামীলীগ সরকার কখনো প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দিবে না।

100






Shares