Main Menu

বিজয়নগরে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশত

+100%-

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সংঘর্ষে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে মহিলাসহ অর্ধশত লোক আহত হয়েছে। এসময় কমপক্ষে ১৫টি বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা গেছে, শনিবার সকালে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে ভূইয়া গোষ্ঠীর কাদির ও লঘু গোষ্ঠীর হোসেন মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। দুপুর পর্যন্ত সংঘর্ষকালে উভয় পরে মহিলাসহ কমপক্ষে ৪০জন আহত হয়। আহতদের মধ্যে ইউনুস মিয়া (৬০), জসিম ভূইয়া (২৬), নান্নু মিয়া (৪০), লোকমান (৩০), আশিকুল (২৮), কালাম মিয়া (৩৫), মনোয়ারা বেগম (২৮), হিরণ ভূইয়া (৪০), শফিক ভূইয়া (২৮), সায়েদ ভূইয়া (২০), ফজল মিয়া (৬০)হৃদয় ভূইয়া (১৮), সাচ্চু ভূইয়া (১৮), আল আমিন (১৮), আতিক (২৪), মুসা মিয়া (৪৫), তৈয়ব (৫০), সৈয়দ হোসেন (৭০)কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ সময় দাঙ্গাবাজরা জসিমের ২টি, ফিরোজ মিয়ার ১টি, আরব আলীর ২টি, জারু ভূইয়ার ১টি, মুসা মিয়ার ১টি, হান্দান মিয়ার ১টি, আলফু মিয়ার ১টিসহ কমপক্ষে ১৫টি ঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রুহুল আহমেদ নিজামী জানান, ঘটনার খবর পাওয়ার পরপর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।






Shares