১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণে গাঁজা, স্কফ এবং হুইস্কি উদ্ধার
অদ্য ১৮ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২৯ কেজি গাঁজা, ৮৮ বোতল ইস্কফ এবং ২২ বোতল হুইস্কি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অদ্য ১৮ মে ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৪০০ ঘটিকায় আলীনগর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার আদমপুর সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ কেজি গাঁজা এবং ৮৮ বোতল ইস্কফ জব্দ করেছে বিজিবি।
অপরদিকে রাত ০৩৩০ ঘটিকায় কর্ণেল বাজার সীমান্ত ফাঁড়ীর অপর একটি টহল দল আখাউড়া উপজেলার চক বাজার এলাকা হতে ২২ বোতল হুইস্কি আটক করেছে। আটককৃত এসব মাদকের আনুমানিক মূল্য ১,৬৯,৭০০ টাকা।
তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এইসব মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।প্রেস রিলিজ