১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযান:: হুইস্কি এবং দেশী মদ উদ্ধার
অদ্য ২৪ আগস্ট ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আবু হানিফ এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকায় দুপুর ১:৩০ ঘটিকায় একটি নিয়মিত অভিযান পরিচালনা করে ৪৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া একই উপজেলাধীন মুকুন্দপুর রেল ষ্টেশনে মুকুন্দপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে বিকাল ৪টায় অপর এক অভিযানে ১০ লিটার বাংলাদেশী চুলাই মদ উদ্ধার করা হয়।
অপরদিকে আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকায় সন্ধায় আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে পরিচালিত নিয়মিত অভিযানে ২০ বোতল নেশা জাতীয় স্কফ সিরাপ এবং ২ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি জওয়ানরা। আটককৃত এইসব মাদকের আনুমানিক মূল্য আটাশি হাজার পাঁচশত টাকা। তবে ঐসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।প্রেস রিলিজ