১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: ৪৫ কেজি গাঁজা আটক
[Web-Dorado_Zoom]
ডেস্ক ২৪:: ০৪ নভেম্বর ২০১৫ তারিখ ভোর ০৫০০ ঘটিকায় বিজয়নগর উপজেলার পূর্ব কালাছড়া সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ কেজি জট গাঁজা আটক করা হয়।
কালাছড়া সীমান্ত এলাকায় বিজিবি টহলরত সদস্যরা ভোর ০৫০০ ঘটিকায় সময় দেখতে পায় ০২ জন চোরাকারবারী মাথায় ০২টি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে, তখন বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বস্তা ফেলে ধান ক্ষেত দৌড়ে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা তল্লাশী করে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করে।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিজিবির অভিযানে ৪৫ কেজি গাঁজা আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন।
« সরাইলে কমিউনিটি পুলিশিং ইউনিটের উদ্যোগে মত বিনিময় সভা (পূর্বের সংবাদ)































