বিজয়নগরে বিআরডিবি’র বিরপাশা কৃষক সমবায় সমিতি লিঃ এর ঋণ বিতরণ
সরকার দরিদ্র জনগোষ্ঠীকে সাবলম্বী করে তুলতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে:: বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা
ডেস্ক ২৪:: বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার উননেছা শিউলী বলেছেন, বর্তমান সরকার দরিদ্র জনগোষ্ঠীকে সাবলম্বী করে তুলতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। বিআরডিবি’র মাধ্যমে সরকার কৃষকদের মধ্যে ক্ষুদ্র ঋণ সহায়তা করছে। এ ঋণের টাকা যথাযথ কাজে লাগিয়ে নিজেদেরকে সাবলম্বী করে তুলতে হবে এবং ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধ করা হবে।
সোমবার বিজয়নগরে বিআরডিবি’র উদ্যোগে বিরপাশা কৃষক সমবায় সমিতি লিঃ এবং ১৮ জন সদস্যের মধ্যে ২ লক্ষ ২০ হাজার টাকা বিতরণকালে তিনি একথা বলেন। এ সময় পল্লি উন্নয়ন কর্মকর্তা আঃ কাদির, বিজয়নগর বিআরডিবি’র চেয়ারম্যান সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, সমবায় কর্মকর্তা আঃ আজিজ, সাংবাদিক শফিকুল ইসলাম স্বপন, বিআরডিবির জুনিয়র অফিসার মোক্তার হোসেন ও ইন্সেপেক্টর আঃ হাফিজ প্রমুখ।
« সন্ত্রাসীদের হামলায় নাসিরনগরে সাবেক ছাত্রলীগ সভাপতি অাসাদুজ্জামান চৌধুরী গুরুতর আহত (পূর্বের সংবাদ)