বিজয়নগরে ৯ টি স’মিলের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়
বিজয়নগর সংবাদদাতা :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লাইসেন্স না থাকায় ৯ টি স’মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও একটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।
বুধবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ।
এব্যাপারে ইউএনও ইরফান উদ্দিন জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় বিজয়নগর উপজেলার হরষপুর, পাহাড়পুর, বিষ্ণুপুর ও চম্পকনগর ইউনিয়নে লাইসেন্সবিহীন স’মিল চালানো হয় বলে জানতে পারি। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে ২৬টি স’মিলের মধ্যে ৯টির কোনও ধরনের লাইসেন্স না থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় ও একটির মালিককে আগেও এসিল্যান্ড সতর্ক করার পর না মানায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, উপজেলার বাকি ইউনিয়নে ধারাবাহিক অভিযান পরিচালিত হবে।