বিজয়নগরে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা
বিজয়নগর প্রতিনিধিঃ বিজয়নগর থানার নতুন যোগদান করা ওসি মো,লোকমান হোসেন প্রেসক্লাব বিজয়নগর নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন।তিনি সাংবাদিকদের বলেন থানা হচ্ছে সকল শ্রেণি পেশার মানুষের সমান আইনি সহায়তা পাওয়ার জায়গা। এখানে সেবা নিতে কোন মাধ্যমের প্রয়োজন নেই। আমি ভাল কাজ করলে ভাল নিউজ করবেন আর যদি ভুলে অন্যায় কাজ করি তাহলে আমার বিরুদ্ধে নিউজ করবেন। আর গরীব অসহায় সকলেই সরাসরি আমার সাথে কথা বলবেন। আমরা আপনাদের সেবা দিতে প্রস্তুত আমি বিজয়নগর কে মাদক মুক্ত করতে চাই এবং থানাকে আগাছা পরগাছা ও দালালমুক্ত দেখতে চাই। সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের কর্মরত পত্রিকা/ চ্যানেলের নাম ও মূল প্রফেশন জেনে খুবই খুশি হলাম। আপনাদের চেহারা ভাল কিছুর আশ্বাস দিচ্ছে। কিন্তু সমাধান যোগ্য ছোট খাট বিষয় বা ভুল আলোচনা করে নিবেন। দায়িত্ব পালনকালে আমাদের প্রত্যেককে দেশের স্বার্থকে আগে প্রাধান্য দিতে হবে। দেশ প্রেমে সকলকে উদ্বুদ্ধ হতে হবে। প্রকৃত সাংবাদিক দীর্ঘ সময় ও গভীর রাতে থানায় আড্ডা দিবে না। আর থানা গল্প করার জায়গা নয়। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, দাঙ্গা প্রতিরোধসহ সকল কাজে আপনারা তথ্য ও পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন । কথা নয় আমি কাজে বিশ্বাসী।অনেকে ফেইজবুক ও কিছু অনলাইনে মিথ্যা সংবাদ প্রকাশ করে। আমি এই সব কাজ থেকে সাংবাদিকদের দূরে থাকতে বলব।
মন্গলবার সন্ধায় সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।এসময় প্রেসক্লাবের সভাপতি মৃমাল চৌধুরী লিটন,সিনিয়র সহ সভাপতি সামছুল ইসলাম লিটন,সাধারন সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,দপ্তর সম্পাদক তানভীর অমিদ রাজিব,প্রচার সম্পাদক অপুর্ব দেব,সাংবাদিক শফিকুর রহমান শাহিন,কাজী শরীফ উদ্দিন, শাহিন চৌধুরী, রুবেল মিয়া,জাকির হোসেন প্রমুখ উপস্তিত ছিলেন
« নবীনগরে স্বামীর রডের আঘাতে স্ত্রীর মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিজয়নগরে নারী সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত »