বিজয়নগরে শফিকুল ইসলাম কলেজে বর্ষ বরণ অনুষ্টান
বিজয়নগরের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে সোমবার দিনব্যাপী বসন্ত উৎসবের মাধ্যমে বর্ষবরন অনুষ্টিত হয়েছে। সকাল থেকে ছাত্রীরা বাসন্তি শাড়ী পড়ে ও ছেলেরা হলোদ পান্জাবী পড়ে কেম্পাস রঙ্গিন করে তোলে । সারা দিন কলেজে পিঠা খাওয়া সহ নাটক ,গান ,নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান চলে । দুপুরে কলেজ হল রুমে অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমানের সভাপতিত্বে ও আহমেদুর রহমান বিংকাশের পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান ,এফবিসিসিআই এর সহ সভাপতি কাজি মোহাম্মদ শফিকুল ইসলাম ।বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো: জহিরূল ইসলাম ।
« বিজয়নগরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আলহাজ্ব শফিকুল আলম এমএসসি’র দোয়া কামনা »