Main Menu

বিজয়নগরে মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার উদ্বোধন

+100%-

মো,জিয়াদুল হক বাবুঃ ব্রাক্ষনবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুরে পর্যটন সুবিধাদি সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ পর্যটন বোর্ড এর অর্থায়নে মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার নির্মাণ কাজে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুস্টিত হয়েছে। আজ শুক্রবার জেলা প্রশাসক মো,শাহগীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) সায়্যিদ আহমেদ বীর প্রতিক, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান, নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক এ্যডভোকেট তানভীর ভূঁইয়া প্রমুখ।

প্রধান অতিথির ভাষনে বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন,মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করতে হবে এবং অন্তরে লালন করতে হবে। ৩০ লক্ষ শহীদের আত্বার বিনিময়ে এবং অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধিন হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়নগর উপজেলা নিজ হাতে করে দিয়েছেন এবং মুকন্দপুর অনেক ইতিহাস রয়েছে, এলাকার ৯০% লোক মুক্তিযুদ্ধে সহায়তা করেছে,১৯৭১ সালের ১৯ শে নভেম্বর পাকিস্তানি বাহিনীকে পরাস্থ করে বিজয় ছিনিয়ে আনা হয়েছে এবং এখানে দেশ বিদেশের লোকজন ইতিহাস জানতে আসবে।






Shares