Main Menu

বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী সহ ৫  জনকে জরিমানা প্রদান 

+100%-
মো,জিয়াদুল হক বাবু , বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫  জনকে সাজা প্রদান করা হয়েছে।আজ শনিবার  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে,এম ইয়াসির আরাফাত  করোনাভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ ও নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও পবিত্র মাহে রমজানে খাদ্যে ভেজাল প্রতিরোধে  বিজয়নগর  উপজেলার পত্তন ইউনিয়নের নয়াগাঁও ও চম্পকনগর বাজারে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী তৈরিতে ভেজাল ও অস্বাস্থ্যকর উপকরণ যাতে না ব‍্যবহৃত হয় সেদিকে  দোকানদারকে বিশেষ  ভাবে সতর্ক করেন  ।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে পঁচা খেজুর বিক্রি ও সংরক্ষণ করায় ৩ দোকানি,নিম্নমানের ও নকল ট্যাং সিরাপ রাখায় ১ দোকানিকে এবং মাস্ক না পড়ায় ০১ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও সংক্রামক রোগ (প্রতিরোধ,  নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ ভঙ্গের অপরাধে ০৫ জনকে ০৫টি মামলায় ৪১০০/- জরিমানা করা হয়।এসময়
তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী তৈরিতে ভেজাল ও অস্বাস্থ্যকর উপকরণ যাতে না ব‍্যবহৃত হয় সেদিকে  দোকানদারকে বিশেষ  ভাবে সতর্ক করেন  ।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে পঁচা খেজুর বিক্রি ও সংরক্ষণ করায় ৩ দোকানি,নিম্নমানের ও নকল ট্যাং সিরাপ রাখায় ১ দোকানিকে এবং মাস্ক না পড়ায় ০১ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও সংক্রামক রোগ (প্রতিরোধ,  নিয়ন্ত্রণ ও নির্মূল)
হতদরিদ্র জনগণের মাঝে বিনামূল্যে সরকারি মাস্ক বিতরণ করা হয়
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





Shares