বিজয়নগরে ভূমি অফিসে চাঁদা দাবি, কথিত সাংবাদিক আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে ভূমি অফিসে চাঁদাদাবি করতে গিয়ে ফজলে এলাহী উজ্জ্বল-(৪৫) নামে কথিত এক সংবাদিক গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার ভূমি অফিসে গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উপসহকারি ভূমি কর্মকর্তা আবুল হোসেনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে ভূমি অফিসের লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত ফজলে এলাহী উজ্জ্বল উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোঃ হাসান বলেন, মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃত উজ্জ্বল উপজেলার আউলিয়া বাজার ভূমি অফিসে গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উপসহকারি ভূমি কর্মকর্তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে ভূমি অফিসের লোকজন তাকে আটকে রেখে পুলিশকে অবহিত করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তিনি বলেন, গ্রেপ্তারকৃত উজ্জ্বল নিজেকে “মেরাশানি টিভি”র সাংবাদিক পরিচয় দেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে উপসহকারি ভূমি কর্মকর্তা আবুল হোসেনের বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে বিজয়নগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা বলেন, গ্রেপ্তারকৃত ফজলে এলাহী উজ্জ্বল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আউলিয়া বাজার ভূমি অফিসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করলে অফিসের কর্মকর্তা-কর্মচারিদের সন্দেহ হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।