বিজয়নগরে বৈশাখী ঝড়ে বটগাছ ভেঙ্গে পড়ল দোকানঘরে,গাছপালা ও ফসলের ব্যপক ক্ষতি
মো,জিয়াদুল হক বাবু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাল বৈশাখী ঝড়ে দেওয়ানবাজারে বট গাছ ভেঙ্গে পড়েছে দোকান ঘরের উপর এতে করে আধাপাকা দোকান ঘরে ফাটল ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং বিভিন্ন স্থানে গাছগাছালি ও ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।
(১৫ এপ্রিল) বুধবার বৈশাখের দ্বিতীয় দিনে দুপুরে কাল বৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যায়। উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজারে উত্তর পাশে মাছ বাজার সংলগ্ন একটি বড় বট গাছ রয়েছে। কাল বৈশাখী ঝড়ে বট গাছের একটি বড় ঢাল ভেঙ্গে দোকান ঘরের উপর পড়ে। এতে করে আধাপাকা দোকান ঘরে পেছনে অংশ চেপে যায় এবং পিলারে ফাটল দেখা দেয়। তবে বর্তমানে লকডাউন থাকার কারণে দোকান বন্ধ ছিল। তাই দোকানে কোন মানুষ না থাকায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বট গাছের একটি বড় ঢাল এখনো দোকান ঘরে উপর পড়ে রয়েছে। আর দোকান ঘরের একটি পিলার ফাটল সহ পুরো দোকান ঘরটি ঝুঁকিতে রয়েছে।