বিজয়নগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
মো,জিয়াদুল হক বাবু।ব্রাক্ষনবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিশু দিবস ও শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৯টায় উপজেলার শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে,এম,ইয়াসির আরাফাত ,উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা,মাসুম আহমেদ, ওসি আতিকুর রহমান,আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড,তানভির ভুইয়া, প্রেসক্লাব সভাপতি মৃণাল চৌধুরী লিটন ও সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,সাবিত্রি রানি,স্কাউটস সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান সহ প্রশাসনিক প্রধানরা ।পরে সকাল ৯টা ৫০ মিনিটে আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নানা শ্রেনী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা পরিসদ হল রুমে দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষার্থীদের প্রতিযোগীতার পুরস্কার বিতরন ও জাতীর জনকের জন্য দোয়া করা হয়েছে। এছারাও কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান এবং আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া মাহফিল অনুস্টিত হয়।আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত সভাপতি কাজী হারিছুর রহমানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ জহির উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাতা সদস্য কাজী খানম। বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, কাজি সিরাজুর রহমান, ইজাজুর রহমান রাকিব, প্রভাসক ফেরদুস মিয়া,জাহাঙ্গীর আলম,আনিছুর রহমান, আলামিন প্রমুখ।