বিজয়নগরে নন-এমপিও শিক্ষক- কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ
[Web-Dorado_Zoom]
মো: জিয়াদুল হক বাবু :: বিজয়নগরে করোনায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্টানের নন -এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে ।
আজ বৃহষ্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে,এম ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও সহকরাী শিক্ষা কর্মকর্তা আল মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী ।এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরন কৃষœ হালদার ,প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধূরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন ।
« বাংলাদেশি প্রবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সৌদি (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ‘করোনা-বন্যাসহ সব প্রতিকূলতা মোকাবিলা করে যাচ্ছে সরকার’ »































