Main Menu

বিজয়নগরে দুইটি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ও ইছাপুরা ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেছে প্রশাসন। শনিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন।

উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান এস.এম.শামীউল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন নাহার রুমা, এসময় প্রধান অতিথি চান্দুরা ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেন। পরে ইউনিয়নের ১৮ জন ভিক্ষুককে ১০টি করে হাঁস দেওয়া হয়।

এদিকে, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন নাহার রুমা প্রমুখ।
এসময় ইছাপুরা ইউনিয়নের ৭জন ভিক্ষুক কে ১১টি করে হাঁস,ব্যবসার জন্য ১০ কেজি করে স্যুটকি ও নগদ ৩ শত করে টাকা দেওয়া হয়।

এ সময় রেজওয়ানুর রহমান বলেন, বিজয়নগর উপজেলার এই দুইটি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণার মধ্যদিয়ে উপজেলার বাকী সবগুলো ইউনিয়নকে ধারাবাহিক ভাবে ভিক্ষুক মুক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।






Shares