বিজয়নগরে জেলে সম্প্রদায়ের মধ্যে মৎস্যবান্দব বেড় জাল ও বিকল্প আয়বর্ধক সেলাই মেশিন বিতরণ
মো,জিয়াদুল হক বাবু। বিজয়নগর উপজেলার জেলে সম্প্রদায়ের মধ্যে মৎস্যবান্দব বেড় জাল ও বিকল্প আয়বর্ধক সেলাই মেশিন বিতরণ ও ফ্রী ল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এলজিএসপি প্রকল্পের আওতায় দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে তরুণদের ফ্রী ল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার কে.এম. ইয়াসির আরাফাত বলেন, বর্তমান সরকার সবার উন্নয়নে কাজ করছে। বেকারদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে এবং জেলে পরিবারকে সেলাই মেশিন,ছাগল, জাল, পোনা সহ নানা উপকরণ দিচ্ছে এবং আগামীতে সকল সুবিধা দেওয়া হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষণবাড়িয়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান এইচ এম মাহবুব আলম, বিজয়নগর থানার ওসি মো অাতিকুর রহমান, উপজেলা মৎস্য অফিসার সালেহ অাহমদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।