বিজয়নগরে ৯ প্রার্থী জামানত হারালেন
বিজয়নগর সংবাদদাতা : বিজয়নগরে চতুর্থ ধাপের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী অংশ নেয়।এর মধ্যে ৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামানত হারাচ্ছেন। উপজেলা নির্বাচন অফিসার মো: রফিকুল ইসলাম জানান,জামানত ফেরত পেতে প্রার্থীদের আগের আইন ছিল মোট প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে।তবে উপজেলা পরিষদ নির্বাচন আইন সংশোধন করা হয়েছে।এতে প্রার্থীদের জামানত ফেরত পেতে মোট প্রাপ্ত ভোটের ১৫ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে।যারা এই ভোট পাইনি তারা জামানত হারাবেন।
নির্বাচন অফিস সুত্রে জানাযায়, উপজেলা চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৮৯ হাজার ৪৮৩। মোট প্রার্থী ছিলেন ৬ জন। এর মধ্যে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম কাপ পিরিচ প্রতিকে ৫ হাজার ২৩ ভোট,মোশাহেদ হোসেন মুকুট প্রতিকে ১ শ ৪২ ভোট,মো: মুজিবুর রহমান মোটর সাইকেল প্রতিকে ১ শ ২৩ ভোট, মো: হারুনুর রশিদ জোরা ফুল প্রতিকে ৭৬ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৮৭ হাজার ৯৪৭ ভোট। পুরুষ পদে ৯ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।এর মধ্যে মো: কবির আহমেদ বই ৪ হাজার ৪১৯,মো: নজরুল ইসলাম টিউবওয়েল ৫ হাজার ৪২ ভোট,রাজ্জাক মিয়া টিয়াপাখি ৩ হাজার ৫শ ৮৩ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। ভাইস চেয়ারম্যান মহিলা প্রদত্ত ভোট ৮৬ হাজার ৫৬৭ ভোট। এর মধ্যে মোছা: সুহেদা আক্তার প্রজাপতি ৪ হাজার ৭১১,হালিমা আক্তার পদ্মফুল ৭ হাজার ৩৪৩ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ মাহবুবুল হক বলেন, নির্বাচন কমিশনের দেওয়া উপজেলা পরিষদ নির্বাচনের আইনে এই সব প্রার্থীরা ভোট কম পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
« অটোতে উঠিয়ে দেন বাবা, ৩ সন্তানসহ খোঁজ নেই রিতুর (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইল ৪২ টি ভূমিহীন হিন্দু পরিবারের মানববন্ধন »