Main Menu

বিজয়নগরে ২৩ লাখ টাকার মাদক জব্দ

+100%-

বিজয়নগরে প্রায় ২৩ লাখ টাকার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৪ মার্চ) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) মুকুন্দপুর বিওপির টহল দল এ মাদক জব্দ করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বিজয়নগরের কামালমোড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে সাত হাজার সাতশ ৭০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ২৩ লাখ ৩১ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে বিজিবি সতর্ক রয়েছে।






0
0Shares