বিজয়নগরে মহান স্বাধীনতা দিবস পালন
বিজয়নগর সংবাদদাতা :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আজ মন্গলবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ২৬ শে মার্চ ও মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা মাঠের স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,প্রেসক্লাব, আওয়ামীলীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন।
এরপর উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ পরিদর্শন, ডিসপ্লে,সাংস্কৃতিক অনুষ্টান,পুরষ্কার বিতরণ, দোয়া মাহফিল ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের ব্লেজার উপহার দেওয়া হয়।এতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ও আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বক্তব্য রাখেন এসিল্যান্ড মেহেদি হাসান খান শাওন, ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, ওসি আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মাসুম, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার দবীর উদ্দিন ভুইয়া,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, যুবলীগের সাবেক সভাপতি রফিক মাষ্টার, সাধারণ সম্পাদক রাসেল খান,সমাজ সেবা অফিসার আফরোজা আফরিন, প্রকল্প অফিসার শাহিনুর জাহান, শ্রমিক লীগের সভাপতি নুর আফজল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুনির্মল সাহা প্রমুখ।
« ১৫তম তারাবিতে পঠিতব্য আয়াতের বিষয়বস্তু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বর্ডার গার্ড বাংলাদেশ উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ »