বিজয়নগরে পুকুরে মিলল বিরল প্রজাতির মাছ
বিজয়নগর সংবাদদাতা : বিজয়নগরে পুকুরে ধরা পরেছে বিরল প্রজাতির মাছ। আজ শনিবার দুপুরে বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে নাজমুল হকের পুকুরে জিনত আলীর কনুই জালে এই বিরল প্রজাতির মাছ আটকা পড়েছে । এই মাছ দেখতে স্থানীয় লোকজন এসে পুকুর পাড়ে ভীড় করছে। মাছটির উজন ১ কেজি।মাছ দেখতে আসা মোসতাক আহমেদ ও বিপ্লব মিয়া জানান, এই মাছ আমরা জীবনে দেখি নাই, মাছ টা দেখতে অনেক সুন্দর। বাদামী রঙের,সারা শরীরে ছোট ছোট কাটা দাগ এবং ছোট ছোট ছাপ রয়েছে। এব্যাপারে বিজয়নগর উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফিন বলেন,এই মাছটির নাম সাকার মাউথ ক্যাট ফিস।যার বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস। এইটা নিষিদ্ধ প্রজাতির মাছ।এই মাছ পুকুরে থাকলে অন্য প্রজাতির মাছকে খেয়ে ফেলে। এই মাছ মাটিতে পুথে ফেলে ধংস করে দিতে হয়।
« ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিল্লাল জয়ী (পূর্বের সংবাদ)