যৌথ অভিযানে ১২০০ ইয়াবাসহ মাদক কারবারি রেজিয়া গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৩ হাজার ৮৯০ টাকা ও ৩টি স্মার্ট মোবাইল ফোনসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার কালিসীমা গ্রামে অভিযান চালিয়ে এই নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারীর নাম রেজিয়া বেগম। তিনি বিজয়নগর উপজেলার কালিসীমা গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, এই নারী ও তার স্বামী রুবেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ ইমতিয়াজ মাহমুদ খান নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে তার কাছ থেকে ১ হাজার ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৩ হাজার ৮৯০ টাকা ও ৩টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রেজিয়ার স্বামী মো. রুবেল মিয়া বর্তমানে পলাতক রয়েছেন। উদ্ধারকৃত মালামালসহ রেজিয়াকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।































