বিজয়নগরে মৎস্য চাষিদের প্রশিক্ষণ প্রদান ও প্রামান্য চিত্র প্রদর্শন
মো,জিয়াদুল হক বাবুঃ “বেশি বেশি মাছচাষ করি বেকারত্ব দুর করি” এই স্লোগাকে সামনে রেখে বিজয়নগরে ৭দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ পালন করা হচ্ছে।তারই ধারাবাহিকতায় আজ বুধবার ৫ম দিন উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে মৎস্যচাষিদের পুকুরের মাটি ও পানি পরিক্ষা করে পরামর্শ প্রদান করে চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়এবং বিকালে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে প্রামাণ্যচিত্র প্রদর্শনকরা হয়।এসময় মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো,হামিদুল হক সহ অফিসের লোকজন উপস্হিত ছিলেন।
« বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইল উপজেলা বিএনপির ৪৩ তম প্রতিষ্টাবার্ষিকী পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত »