মাইলস্টোনের শিক্ষিকা মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।
আজ দুপুরে (২৫ জুলাই) স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে বিমানবাহিনীর ১০ সদস্যদের একটি দল সোহাগপুর গ্রামে পৌঁছায়। পরে তারা কবরে ফুলের তোড়া দিয়ে সালাম প্রদর্শনের পাশাপাশি মাসুকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা।
মশিউর রহমান বলেন, ‘মাসুকা নিজের জীবন বাজি রেখে অনেক শিশুর জীবন রক্ষা করেছেন এবং তাঁর নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা তাঁর পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করছি। আমি নিশ্চিত তাঁর এই মহান আত্মত্যাগ দেশবাসী মহান শ্রদ্ধা ভরে চিরকাল স্মরণ রাখবেন। বিমানবাহিনী সব সময় তাঁর পরিবারের পাশে আছে।’
বিমান দুর্ঘটনার তদন্তের বিষয়ে মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে কার্যক্রম চলমান। তদন্ত শেষে আপনাদের জানানো হবে। বিমানবাহিনীর দল কাজ করছে।’































