বগি জোড়া লাগিয়ে এক ঘন্টা পর তালশহর স্টেশন ছেড়ে গেল কালনী এক্সপ্রেস
কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হওয়া তিন বগি জোড়া লাগিয়ে এক ঘণ্টা পর দুপুর ১টায় তালশহর স্টেশন ছেড়ে গেলো ঢাকাগামী কালনী এক্সপ্রেস।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের কাপলিং ভেঙে ট্রেনটির পেছনের দিকে তিনটি বগি বিচ্ছিন্ন যায়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালশহর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাকির জাহান জানান, সিলেট থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর তালশহর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটির কাপলিং ভেঙে পেছনের দিকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কাপলিং মেরামতের পর ট্রেনটি দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।































