Main Menu

নানা আয়োজনে আশুগঞ্জ মুক্ত দিবস উদযাপিত

+100%-

শামীম উন বাছির ::নানা আয়োজনে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মুক্ত দিবস উদযাপিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকালে শহীদদের স্মৃতিস্তম্ভে  পুস্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে শহীদদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পনের পর মুক্তিযোদ্ধাদের একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকবাল হোসাইনের সভাপতিত্বে স্থানীয় সরকারি শ্রমকল্যাণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুদ্ধকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা কমান্ডার মোঃ ইসহাক ভুইয়া।
মোঃ মতিউর রহমান সরকারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শেখ জসিম উদ্দিন, আবুল হাসেম আজাদ, হাজী মোঃ মিজানুর রহমান, কাইয়ুম সাদির, আব্দুল হালিম সরকার, মোঃ মোজাম্মেল হক (গোলাপ), মোঃ মোবারক আলী চৌধুরী, হাজী শাহ আলম মোল্লা, জালাল উদ্দিন বাচ্চু প্রমুখ।






Shares