নিয়োগ কেলেংকারী,আশুগঞ্জ সার কারখানার এমডি, বিসিআইসি’র চেয়ারম্যান সহ ১১ জনের বিরুদ্ধে মামলা
মনিরুজ্জামান পলাশ : নিয়োগ কেলেংকারীর ঘটনায় আশুগঞ্জ সার কারখানার এমডি, অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (প্রশাসন), বিসিআইসি’র চেয়ারম্যান, বিসিআইসি’র পরিচালক অর্থ, কারিগরী ও প্রকৌশল সহ ১১জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে ব্রানবাড়িয়া সদর সিনিয়র সহকারী জজ আদালতে ক্ষতিগ্রস্থদের পক্ষে ইকবাল হোসেন ও ইয়াদ হোসেন মামলাটি দায়ের করেন।
জানাযায়, ২০১৩ সনের পহেলা জানুয়ারী একটি জাতীয় দৈনিকে আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানীর লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির দেয়া হয়। পরবর্তীতে কর্মকর্তারা নিয়োগ বিধি অমান্য করে কয়েক কোটি টাকা ঘুষ গ্রহনের মাধ্যমে বিভিন্ন পদে লোক নিয়োগ দেয়। এর মধ্যে পোর্টার ও ফায়ার ম্যন হিসেবে যোগ্যতা চাওয়া হয় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। কিন্তু ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতা ব্যক্তিকে নিয়োগ দেয়া হয়। চর্তর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য বয়স চাওয়া হয় ১৮ থেকে ৩০ কিন্তু ৪০ বছর বয়সীকে এ পদে নিয়োগ দেয়া হয়। জেলা কোটা অমান্য ও পুত্রবধূকে টুলস কিপার পদে নিয়োগ দিয়েছে সংশিষ্ট কর্মকর্তারা। তিগ্রস্তরা জানান, ঘুষ গ্রহনের মাধ্যমে আশুগঞ্জ সারকারখানার কর্মকর্তারা এ নিয়োগ প্রদান করে। তিগ্রস্থরা নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ন ও বেআইনী ও অকার্যকর ঘোষনা করার প্রয়োজন বলে মামলার আর্জিতে উলেখ করেন। এ প্রসঙ্গে আদালতের সেরেস্তাদার রফিকুল ইসলাম মিল্কি জানান, মামলাটি ১৯ আগস্ট শুনানীর দিন ধার্য করা হয়েছে।