Main Menu

ঢাকা-সিলেট মহাসড়ক আশুগঞ্জে অবরোধ করেছে আওয়ামী লীগ

+100%-

শামীম উন বাছির : বাংলাদেশ আওয়ামীলীগের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোক্তাদির চৌধুরীর মনোনয়নপত্র বহাল রাখার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা এবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। গতকাল শুক্রবার সকাল প্রায় ১০টায় আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী আশুগঞ্জের গোলচত্বর এলাকায় টাযার জ্বালিয়ে অবরোধ করে বিােভ শুরু করে। অবরোধের কারণে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়কের দুই পাশে ৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ অসহায় অবস্থায় নিরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন লালপুAর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মোর্শেদ মাস্টার, শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু ছায়েদ লাল মিয়া, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী সাফি, যুবলীগ নেতা মোঃ ইলিয়াছ, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
এদিকে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ ফিরোজ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের এর নেতৃত্বে সহ¯্রাধীক নেতাকর্মী বিােভ মিছিল নিয়ে স্থানীয় বঙ্গবন্ধু কারিগরি কলেজের সামনে মহাসড়কের উপর অবস্থান নেয়।
বক্তারা ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের বর্তমান সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর মনোনয়ন বহাল রাখার দাবী জানিয়ে বলেন, এই আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াকে টিপুকে কিছুতেই মেনে নেবে না বলে হুমকি দেন।
উলেখ্য, এ আসনে জাতীয় পার্টি (এরশাদ) এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া টিপুকে আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটি ছেড়ে দিতে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নির্দেশ দেয়া হয় বর্তমান সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোক্তাদির চৌধুরীকে।






Shares