Main Menu

সরাইলে কাদের মোল্লার গায়েবী জানাযা

+100%-

সরাইল প্রতিনিধি : সরাইলে জামায়াতের সহকারি সেক্রেটারী জেনারেল আবদুল কাদের মোল্লার গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা উপজেলার কালিকচ্ছ ঈদগাহ মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। সরজমিনে দেখা যায়, কালিকচ্ছ বাজার জামে মসজিদের নামাজ শেষ হওয়া মাত্র সরাইল সদর ও জেলা থেকে কয়েকটি মটর সাইকেলে করে ১০/১৫ জন যুবক মসজিদের সামনে আসে। সাথে সাথে কিছু মুসল্লি তাদের সাথে বাজার সংলগ্ন পূর্ব পাশের ঈদগাহ মাঠে চলে যায়। সেখানে ওই যুবকদের সাথে স্থানীয় অর্ধশতাধিক লোক যোগ দেয়। দুপুর ২টায় তারা যোদ্ধাপরাধী ও মানবতা বিরুধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডে দন্ডিত জামায়াত নেতা কাদের মোল্লার গায়েবী জানাযা পড়েন। জানাযায় ঈমামতি করেছেন স্থানীয় জামায়াত নেতা ও কালিকচ্ছ পশ্চিম পাড়া জামে মসজিদের ঈমাম মাওঃ নূর আহমদ। এ ছাড়া জানাযায় অংশ গ্রহন করেছেন কালিকচ্ছ ইউপি জামায়াতের আমীর রহমত আলী, জামায়াত নেতা শাহের আলী, মুসলিম মিয়া, শিবির নেতা মাসুম, সজিব, ইসলামী ঐক্যজোট নেতা মাওঃ ইদ্রিস প্রমূখ। প্রসঙ্গতঃ মানবতা বিরুধী অপরাধের দায়ে গত বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। একজন দেশদ্রোহী রাজাকারের গায়েবী জানাযা পড়ায় স্থানীয় আওয়ামীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা নিন্দা জানিয়েছেন।


Shares