ট্রাফিক পুলিশের চাদাঁবাজির প্রতিবাদে আশুগঞ্জ সার কারখানা থেকে ৮জেলায় সার সরবরাহ বন্ধ
প্রতিনিধি॥ কিশোরগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন হাইওয়েতে ট্রাফিক পুলিশের চাদাঁবাজির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে শুক্রবার দুপুর ১২টা থেকে ৮জেলায় সার সরবরাহ বন্ধ করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন। এতে করে কারখানার কমান্ড এরিয়াভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিলা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চাঁদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলায় ৭৭৪ জন ডিলারের মধ্যে সার সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিদিন আশুগঞ্জ সার কারখানা থেকে প্রায় ১৫’শ মেট্রিক টন ইউরিয়া সার কমান্ড এরিয়াভুক্ত বিভিন্ন জেলায় সার সরবরাহ করা হয়। সার সরবরাহ বন্ধ থাকায় ৮ জেলায় সার সংকটের আশংকা করছে সার ব্যবসায়ীরা। সার সরবরাহ বন্ধ থাকায় কারখানার প্রধান গেইটের সামনে আটকা পড়েছে কয়েকশ ট্রাক। চাদাঁবাজির প্রতিবাদে দুপুর ১২টায় শ্রমিকরা বিােভ মিছিল করেছে। মিছিলে শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আবুল খায়ের। |