প্রতিনিধি॥ কালবৈশাখি ঝড়ে রবিবার ভোরে দেশের উত্তর পূর্বাঞ্চলের বৃহৎ ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ঘাটে মেঘনা নদীতে প্রায় ৫‘শ টন ধান সহ ১৭টি নৌকা ডুবে গেছে। এর মধ্যে সাড়ে ৩ হাজার মণ ধানসহ নিখোঁজ ৫টি নৌকার এখনো সন্ধান মেলেনি। খুঁজে পাওয়া ১২টি নৌকার ভিজে যাওয়া ধান ব্যবসায়ীরা উদ্ধার শুরু করেছে। কিশোরগঞ্জ, নেত্রোকোনা ও হবিগঞ্জ জেলার হাওরাঞ্চল থেকে ধান নিয়ে গত শনিবার বিকালে এই নৌকাগুলো আশুগঞ্জ মোকাম ঘাটে নোঙ্গর করে। প্রত্যদর্শীরা জানায়, রোববার ভোরে কালবৈশাখী ঝড়ে আশুগঞ্জ ধানের মোকাম ঘাট থেকে এই ১৭টি নৌকা ছুটে মেঘনা নদীতে তলিয়ে যায়। ঝড় থেমে যাওয়ার পর নৌকাগুলোর অবস্থান নিশ্চিত করে ডুবুরিরা ধান উদ্ধার শুরু করেছে। উপজেলা ধান ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম জারু জানান, ডুবে যাওয়া ১৭টি নৌকার মধ্যে এখনো ৫টি নৌকার সন্ধান পাওয়া যায়নি। বাকী ১২টি নৌকার ধান গুলো উদ্ধার কাজ চলছে। দ্রুত উদ্ধার করা গেলে তেমন তি হবে না। তবে ভিজে যাওয়া এই ধান বিক্রি করার সময় ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে।
|