Main Menu

আশুগঞ্জে হরতাল পালিত

+100%-
আশুগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ডাকা সারা দেশে হরতালের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্যাপক পিকেটিং হয়েছে। তবে পুলিশ বেষ্টনির কারনে কোন যানবাহনে ভাংচুর করতে পারেনি বিএনপির নেতাকমীরা। তবে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের উপড় দিয়ে চলেনি কোন প্রকার যানবাহন। এদিকে,ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যাংক ,বীমা,ডাকঘরসহ সকল অফিসের কার্যক্রম ছিল স্বাভাবিক। শহরে কিছু কিছু দোকান পাঠ বন্ধ ছিল। হরতালের কারনে আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত  ৬ জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। আশুগঞ্জ লঞ্চঘাট থেকে দূর পাল্লার পূর্বাঞ্চলীয় ৬টি নৌ-রুটের উর্দ্দেশে লঞ্চ ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে নদী বন্দরের সকল প্রকার কার্যক্রম।  গতকাল সোমবার সকাল থেকে যুবদল, ছাএদলের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল উপজেলা বিএনপির কার্যালয়ে এসে জমায়েত হয়। পরে সকাল ৮টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে পিকেটিং করে। পিকেটিং শেষে শহরের ফায়ার সার্ভিস চত্বরে সমাবেশে উপজেলা ছাএদলের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মিয়া, যুবদল নেতা আলমগীর খা, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য  তফসিরুল ইসলাম তুষার, উপজেলা ছাএদলের সাধারন সম্পদক মাজহারুল ইসলাম কোয়েল, সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, উপজেলা যুবদল নেতা আমজাদ হোসেন, জসিম উদ্দিন, কামাল হোসেন জয় ,স্বপন,মামুন, শামীম প্রমুখ। বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন ও ছাএদলের সাধারন সম্পাদক ইয়াসিন মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।






Shares