মেধাবী ও মননশীল সমাজ গঠনের জন্য কমরেড ঈশা খান আমাদের নিকট আদর্শ হয়ে থাকবে ::মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, মেধাবী ও মননশীল সমাজ গঠনে বিশেষ অবদান রাখার জন্য কমরেড ঈশা খান আমাদের নিকট আদর্শ হয়ে থাকবে।
তিনি শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর-চারতলা আলাল শাঁ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী কমরেড ঈসা খাঁনের অকাল মৃত্যুতে বিদ্যালয়ের মাঠে নাগরিক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নাগরিক স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মঈনউদ্দিন মঈন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজ, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ।
নাগরিক স্মরণ সভার আহবায়ক ডা: আব্দুল্লাহ -আল -মাহমুদ নজরুলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আশুগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও আশুগঞ্জ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহীন সিকদার।
স্মরণ সভায় আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী রা উপস্থিত ছিলেন।
« ১০ ফেব্রুয়ারি ২০১৯ জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের ২৫তম মৃত্যুবার্ষিকী। (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারি সমিতির প্লট হস্তান্তর করলেন মোকতাদির চৌধুরী এমপি »