ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে অনিয়ম: দ্বিতীয় দিনে ৪ কেন্দ্রে তদন্ত কমিটি
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের কয়েকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগের তদন্ত দ্বিতীয় দিনের মতো করছে তদন্ত কমিটি। এসময় তারা অনিয়মের অভিযোগ ওঠা প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে সরেজমিনে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার বড়তল্লা, তালশহর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নূরানীয়া হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে যান অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জয়নাল আবেদিন। পরে তারা উপজেলা হলরুমে এসে আবারও প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের সঙ্গে কথা বলেন। কেন্দ্রে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, পুলিশ এবং আনসার সদস্যদের বক্তব্য শুনছে তদন্ত কমিটি।
এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভোটে অনিয়মের খবরের বিষয়ে তদন্ত করে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। এরই প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন।
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জয়নাল আবেদিনের নেতৃত্বে আরওু একটি তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ।
অত্যন্ত গোপণীয়তার সঙ্গে দ্বিতীয় দিনের তদন্ত কার্যক্রম চালাচ্ছে তদন্ত কর্মকর্তারা। এই বিষয়ে তদন্ত কমিটির কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।