নাওঘাট ডেপুটি বাড়ি পরিবার বর্গের মিলনমেলা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যসমৃদ্ধ নাওঘাট ডেপুটি বাড়ি পরিবারের সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শক্রবার সকালে একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ মাহফুজউল্লাহর পৈত্রিক ভিটা ডেপুটি বাড়ির আঙিনায় অনুষ্ঠিত মিলন মেলাকে কেন্দ্র করে পরিবারের সবাই একত্রিত হয়। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
উল্লেখ্য যে, বিট্রিশ ভারত সরকারের এ অঞ্চলের প্রথম ডেপুটি ম্যাজিস্টেট আব্দুর রহিম এর নাতি-নাতনি জোনায়েদ রহিম, হাফিজুর রহিম, নূরুন্নাহার পুন্নী, ওবায়দা আক্তার লিন্ডা প্রথম তাদের দাদার বাড়িতে পা রাখেন। এসময় গ্রামবাসী তাদের ফুল দিয়ে বরণ করে নেন। দীর্ঘদিন পর পরিবারের কেউ কেউ আত্মীয়-স্বজন ও গ্রামবাসীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মিলন মেলায় ডেপুটি পরিবারের সদস্য ও নাওঘাট গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন বাহাউদ্দিন বাবু।
সমাজসেবী সংগঠক মোঃ তারিকুল ইসলাম সেলিম এর সঞ্চালনায় সুধী আলোচনা সভায় বক্তব্য রাখেন মিলন মেলায় সবার মধ্যেমণি সোনালী, জনতা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ভূতপূর্ব মহাব্যবস্থাপক- মোহাম্মদ নাসিরউল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আহসানউল্লাহ ফরিদ, মিনা বেগম, মোঃ শহিদউল্লাহ, কুমিল্লা বার্ড এর উপপরিচালক জোনায়েদ রহীম, বর্ডওয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর হাফিজুর রহীম জুবায়ের, আইইবির ডেপুটি নির্বাহী কর্মকর্তা মাহতাব জামিল লিটন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব হুমায়ূন ফরহাদ, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক একেএম মফিজুর রহমান, সোলানী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শফিকুর রহমান, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিঃ এর ব্যবস্থাপক প্রশাসন ডিভিশন মোঃ হাবিবুর রহমান, প্রকৌশলী সামসুল হক, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান কলেজের সহকারি অধ্যাপিকা নূরুন্নাহার বেগম পুতুল, আশুগঞ্জ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন বেগম নাজু, সালমা আক্তার শাহীন, কুমিল্লা গ্রীণ স্কুলের প্রধান শিক্ষিকা নূরুন্নাহার পূর্ণি, তানভির আতিক, সিকোরেক্স প্রাঃ লিঃ এর সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ, ইউজিসির সিনিয়র সহকারি পরিচালক মোঃ জামালউদ্দিন, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহকারি অধ্যাপক ওয়াহিদ সারোয়ার রাজু, এ্যাড. সাজ্জাদ আনোয়ার উজ্জ্বল, দুদকের সহকারি পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ আদনান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রভাষক আতিকুল ইসলাম বিজয়, বিশিষ্ট ব্যবসায়ী শাফিউল ইসলাম স্বপন, মোঃ সানাউল্লাহ মেম্বার, আয়কর আইনজীবি মোঃ রায়হান, কামাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মোঃ শফিউল্লাহ, বেলাল হোসেন, লিয়াকত আলী প্রমুখ।
অনন্যদের মাঝে নাওঘাট মধ্যপড়া জামে মসজিদের খতিব ও আখাউড়া টনকী সাদেকুল উলুম আলিম মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, আব্দুল আলীম, আব্দুল হালিম দারু মিয়া, আব্দুল আওয়াল, আবুল কালাম, মামুনুর রশীদ ভূঁইয়া, মোহাম্মদ আলী কাঞ্চন, আব্দুর রহিম, সফিকুল ইসলাম হোসমান, ইমামা রহমান, নুরুল হক, নাসির মিয়া, খলিলুর রহমান সহ আরো উপস্থিত ছিলেন।
« নবীনগরে ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের “সমন্বিত উন্নয়ন” প্রকল্পের উদ্বোধন এবং সাবান ও মাস্ক বিতরণ »