নবীনগর থেকে আশুগঞ্জে মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাসেল নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল নবীনগর উপজেলার গৌরনগর গ্রামের মাসুদ মিয়ার ছেলে। গত তিন দিন আগে সে মায়ের সাথে আশুগঞ্জের খোলাপাড়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
নিহত রাসেলের মামা মুরাদ মিয়া জানান, রাসেল তার সমবয়সী মামাত ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের কাঠ বাগানে বেলুন নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে তারা সবার অগোচরে বাগান পেড়িয়ে পুকুর পাড়ে চলে যায়। এসময় রাসেলের হাত থেকে বেলুনটি ছুটে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অবোধ শিশু রাসেল বেলুনটি ধরতে পুকুরে লাফিয়ে পড়ে এবং পানিতে ডুবে যায়। এ সময় তার খেলার সাথী মামাত ভাই দৌড়ে গিয়ে বাড়িতে খবর দেয়। পরে রাসেলকে পুকুর থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহত শিশু রাসেলের নিজের বাড়ি নবীনগরের গৌরনগর ও মামার বাড়ি আশুগঞ্জের খোলাপাড়ায় শোকের ছায়া নেমে আসে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুর লাশ জেলা সদর হাসপাতালের মগে আছে। কোনো অভিযোগ না থাকলে লাশ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।