Main Menu

করোনা আতঙ্কে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৭০ বিদেশীকে না আনার সুপারিশ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে আসছে ছয় দেশের ৭০ জনের বিশেষজ্ঞ দল। ওই বিদেশিদের আসতে আপত্তি জানাবে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়। আগামীকাল সোমবার এ বিষয়ে আপত্তি জানিয়ে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপককে চিঠি দিবেন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম।

রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে করোনাভাইরাস সচেতনা বিষয়ক এক আলোচনা সভায় এ প্রস্তাবনা আনা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিভিল সার্জন ডা. মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

সভায় পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।






Shares