করোনা আতঙ্কে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৭০ বিদেশীকে না আনার সুপারিশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে আসছে ছয় দেশের ৭০ জনের বিশেষজ্ঞ দল। ওই বিদেশিদের আসতে আপত্তি জানাবে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়। আগামীকাল সোমবার এ বিষয়ে আপত্তি জানিয়ে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপককে চিঠি দিবেন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম।
রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে করোনাভাইরাস সচেতনা বিষয়ক এক আলোচনা সভায় এ প্রস্তাবনা আনা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
সভায় পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
« কারোনাভাইরাস আতঙ্কে কসবা সীমান্ত হাট দুই মাস বন্ধ রাখার প্রস্তুাব (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিশেষ ব্যবস্থায় খুলবে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স »