Main Menu

ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে যুবদলের সাবেক সদস্য সচিবসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ‌। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জেলার বিজয়নগর উপজেলার মাদবেরবাগ এলাকার আনোয়ার হোসেন ও একই উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের রফিকুল ইসলাম। রফিকুল বিজয়নগর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৫০টি ইয়াবাবড়ি উদ্ধার ও মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন আশুগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইসাহাক মিয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন।

নাম প্রকাশে অনিচ্ছুক আশুগঞ্জ উপজেলার একজন জানান, শুক্রবার দুই মাদক কারবারিকে ১০ হাজার ইয়াবাবড়িসহ গ্রেপ্তার করা হয়। পরে বিষয়টি রফা-দফা করে মাত্র ৩৫০টি ইয়াবাবড়ি দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের এক সোর্স জসিম ও বিজয়নগরের আরেক মাদক কারবারির মাধ্যমে বাকি ইয়াবাবড়িগুলো কিশোরগঞ্জের ভৈরবের জীবন মিয়া নামে আরেক মাদক কারবারির কাছে বিক্রি করা হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অভিযান চালিয়ে ইয়াবাবড়িসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’